reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০২১

পুলিশ সদস্যকে হত্যা করে ৮০ শিক্ষার্থীকে অপহরণ

নাইজেরিয়ার কেব্বি রাজ্যের প্রত্যন্ত শহর বিরনিন ইয়াউরির একটি সরকারি কলেজ থেকে এসব শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়।

নাইজেরিয়ায় অন্তত ৮০ জন শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এর আগে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে ওই বন্দুকধারীরা। অপহৃত শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ছাত্রী।

আল জাজিরা জানায়, বৃহস্পতিবার নাইজেরিয়ার কেব্বি রাজ্যের প্রত্যন্ত শহর বিরনিন ইয়াউরির একটি সরকারি কলেজ থেকে এসব শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়।

উসমান আলিয়ু নামে এক স্কুলশিক্ষক আল জাজিরাকে জানান, বন্দুকধারীরা কমপক্ষে ৮০ শিক্ষার্থীকে অপহরণ করেছে। তারা এক পুলিশ সদস্যকে হত্যা করে স্কুলের গেট ভেঙে সোজা ক্লাসরুমে ঢুকে যায়।

এ বিষয়ে কেব্বি রাজ্য পুলিশের মুখপাত্র নাফিয়ু আবু বকর জানান, বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ নিহত হওয়ার পাশাপাশি এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে শিক্ষকসহ ওই শিক্ষার্থীদের সন্ধানে আশপাশের জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষার্থী অপহরণ,পুলিশ সদস্যকে হত্যা,নাইজেরিয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close