reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুন, ২০২১

ইয়েমেন উপকূলে নৌকাডুবে বহু শরণার্থীর প্রাণহানি

ফাইল ছবি

ইয়েমেনের রাস আল-আরাহ-এর লোহিত সাগর উপকূলে একটি নৌকা ডুবে বহু শরণার্থী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি জানায়, রাস আল-আরা উপকূল থেকে জেলেরা ২৫টি মৃতদেহ উদ্ধার পাওয়ার কথাও জানিয়েছেন।

ইয়েমেনের এক প্রাদেশিক কর্মকর্তা জানান, দুই দিন আগে ডুবে যাওয়া নৌকাটিতে ১৬০ থেকে ২০০ জন শরণার্থী ছিলেন। তারা সবাই হর্ন অব আফ্রিকার দেশগুলো থেকে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (আইএমও) এক টুইটে প্রায় দুইশত শরণার্থী নিয়ে নৌকা ডুবে যাওয়ার এ খবর যাচাই করার কথা জানিয়েছে।

ইয়েমেনের সংবাদ সংস্থা এডেন আল-গাদ-এর খবরে বলা হয়, সেখানে দেড়শতাধিক শরণার্থী ডুবে গেছেন। তাদের মধ্যে ইয়েমেনের চার নাগরিকও আছেন, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, হর্ন অব আফ্রিকার দেশ জিবুতির বাব আল-মানদাব প্রণালীর ঠিক পূর্বে ইয়েমেনের রাস আল-আরা উপকূলরেখা মানবপাচারের জন্য খুবই ব্যবহৃত একটি পথ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রাণহানি,শরণার্থী,ইয়েমেন,নৌকাডুবে মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close