reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুন, ২০২১

ভালোবাসার খোঁজে জাপানে এমা

ভালোবাসার খোঁজে তাইওয়ান থেকে জাপানে পাড়ি জমিয়েছে পাঁচ বছর বয়সী এক শ্বেত গন্ডার।

গন্ডারটির নাম এমা। সে এখন বাস করছে জাপানের তোবু চিড়িয়াখানায়। তার সঙ্গী হতে যাচ্ছে ১০ বছর বয়সী গন্ডার মোরান।

এমা স্বভাবে খুবই‘ নরম ব্যক্তিত্বের’। তাকে দেখভাল করা এক কর্মী জানিয়েছেন, ‘সে মারামারি করে না বললেই চলে’। যার কারণে জাপান সফরের জন্য ২৩টি গন্ডার থেকে বেছে নেয়া হয়েছে এমাকে।

অবশ্য এমার চিড়িয়াখানায় থাকার পেছনে এক কারণও রয়েছে। প্রজননের মাধ্যমে এশিয়াতে শ্বেত গন্ডারের বংশ বৃদ্ধির চেষ্টা হিসেবে তাকে আসতে হয়েছে জাপানে।

পৃথিবীতে শ্বেত গন্ডারের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। বলতে গেলে, হুমকির মুখোমুখি গন্ডারের জাতটি। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) নামের এক সংস্থার মতে, পৃথিবী ব্যাপী বন্য অবস্থায় ১৮,০০০ শ্বেত গন্ডার রয়েছে।

তাইওয়ানের লিওফো সাফারি পার্কে জন্ম এমার। সেখান থেকে ১৬ ঘণ্টা সফর করে মঙ্গলবার জাপানে পৌঁছে সে। সময় আরও কম লাগত। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই বিলম্ব।

এমার এই সফর নিয়ে জাপানের সাইতামা তোবু চিড়িয়াখানা এক বিবৃতিতে জানায়, ‘করোনাভাইরাসের কারণে কিছু সময় বিলম্ব হলেও দক্ষিণী গন্ডার এমা, ৮ জুন সন্ধ্যায় আমাদের চিড়িয়াখানায় পৌঁছেছে।’

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এমা,জাপান,ভালোবাসার খোঁজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close