reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুন, ২০২১

মাদক সম্রাটকে সহায়তার দায় স্বীকার করবেন সুন্দরী স্ত্রী!

মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যানকে মাদক চোরাকারবারিতে সহায়তা করার দায় স্ত্রী এমা করোনেল আইপুরো স্বীকার নেবেন বলে জানা গেছে।

এ সংক্রান্ত মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির নাম প্রকাশ না করে নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, খুব সম্ভবত স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে এমা করোনেল আইপুরো দায় স্বীকার করে নেবেন।

যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। একই সঙ্গে ড্রাগ এনফোরসমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনও কোনো মন্তব্য করেনি।

৩১ বছর বয়সি এমা করোনেল আইপুরোকে ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসির বাইরে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। এই নারীর বিরুদ্ধে কোকেন, মেথামফেটামিন, হেরোইন, গাঁজা পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

মেক্সিকোর অন্যতম কুখ্যাত মাদকপাচারকারী গোষ্ঠী সিনালোয়া কার্টেলের নেতা ছিলেন গুজম্যান। তারই স্ত্রী এই এমা করোনেল আইপুরো। তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন মাদকপাচার করেন। তাকে ২০১৭ সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। পরে যুক্তরাষ্ট্রে আনার দুই বছরের মাথায় বিচারে গুজম্যানকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ৬৩ বছর বয়সি গুজম্যান।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্যমতে, গুজম্যানের স্ত্রী এমাও কার্টেলের কর্মকাণ্ডে অংশ নেন। মেক্সিকোর কারাগার থেকে গুজম্যানের পালানোর দুই দফা ষড়যন্ত্রে সহায়তা করেন তিনি। তার মধ্যে প্রথম দফার ষড়যন্ত্রে ২০১৫ সালে গুজম্যান কারাগার থেকে পালাতে সক্ষম হন।

এমা মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিক।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুন্দরী স্ত্রী,মাদক সম্রাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close