reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২১

জন্মদিনের অনুষ্ঠানে হামলা

যুক্তরাষ্ট্রে ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংস শহরে জন্মদিনের অনুষ্ঠানে এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। গুলি চালিয়ে ছয়জনকে হত্যার পর বন্দুকধারী নিজের দেহে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। কলোরাডো স্প্রিংসের পুলিশ বিভাগের ধারণা, বন্দুকধারী ওই ব্যক্তি এ ঘটনায় নিহত দুই নারীর একজনের প্রেমিক।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ বিভাগ জানায়, বন্দুকধারী একটি গাড়ি নিয়ে প্রথমে নিহতদের বাড়ির সামনে যায়। এরপর গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে ঢোকে এবং জন্মদিনের অনুষ্ঠানে থাকা লোকজনের ওপর গুলি চালাতে শুরু করে। পরে নিজের শরীরে গুলি চালিয়ে আত্মহত্যা করেন বন্দুকধারী।

তবে এই হামলার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানাতে পারেনি কলোরাডো স্প্রিংসের পুলিশ বিভাগ। এ ছাড়া হামলাকারী ও নিহতদের পরিচয়ও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে নিহত সবাই প্রাপ্তবয়স্ক।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আত্মহত্যা,জন্মদিনের অনুষ্ঠান,যুক্তরাষ্ট্র,হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close