reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০২১

কুয়েতে কর্মস্থল পরিবর্তন করতে পারবে শ্রমিকরা

কুয়েতের জনশক্তি বিভাগের মহাপরিচালক আহমেদ আল মুছা অভিবাসী শ্রমিকদের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছেন। ওয়ার্ক পারমিট নিয়ে আসা শ্রমিকদের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।

আল-মুসা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন যে, ওয়ার্ক পারমিট পাওয়ার ১ বছরের পর শ্রমিকদের কাজের ধরন ও অন্যান্য বিষয় বিবেচনা করে চাইলে তারা কর্মস্থল স্থানান্তর করতে পারবেন।

দেশটির আল আনবা পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, তবে এ ক্ষেত্রে নিয়োগকর্তার ইচ্ছার উপর নির্ভর করবে।

এর কারণ হিসেবে বলা হয়েছে, মহামারির এই সময়ে শ্রম বাজারের প্রয়োজনীয়তাগুলো পূরণ করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং পরবর্তী বিজ্ঞাপন না দেয়া পর‌্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রমিক,কর্মস্থল পরিবর্তন,কুয়েত,মহামরি,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close