reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০২১

মিডিয়া টাইকুন জিমির কারাদণ্ড

হংকংয়ের গণতন্ত্রপন্থী বলে পরিচিতি বিখ্যাত মিডিয়া মালিক জিমি লাইকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে স্থানীয় প্রশাসন।

২০১৯ সালের আন্দোলনের সময় চীন-বিরোধী আন্দোলনে যারা সংহতি প্রকাশ করেছিলেন, জিমি তাদেরই একজন।

অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা ৭৩ বছর বয়সী জিমি ঘোরতর চীনবিরোধী।

বিবিসি জানিয়েছে, শুক্রবার জিমির সঙ্গে আরও বেশ কয়েক জনকে সাজা দেয়া হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে জিমির হাতেলেখা একটি হ্যান্ডনোট প্রকাশ করে তার পত্রিকা। জেল থেকেই সেটি পাঠিয়েছিলেন তিনি। তাতে লেখা ছিল, ‘সাংবাদিক হিসেবে ন্যায়বিচার চাওয়াটা আমাদের দায়িত্ব।’

নিজেদের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চীন ২০১৯ সালে নতুন একটি আইন পাস করে। ওই আইনের কারণে দেশটিতে সাধারণ মানুষ মিটিং-মিছিল করতে এখন ভয় পান। আইনটির বিরোধিতা করে তখন হংকংবাসী দুর্বার আন্দোলন গড়ে তোলেন।

১৯৮৯ সালে বেইজিংয়ে গণতন্ত্র-পন্থীদের যেভাবে চীন মোকাবিলা করেছিল, লাই তার খোলাখুলি নিন্দা করেছিলেন। তিনি বরাবর গণতন্ত্র-পন্থীদের পাশে দাঁড়িয়েছেন। চীনের সরকারি মিডিয়ার অভিযোগ ছিল, লাই বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে চীনের সর্বনাশ করতে চাইছেন।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জিমির কারাদণ্ড,মিডিয়া টাইকুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close