reporterঅনলাইন ডেস্ক
  ১৩ এপ্রিল, ২০২১

উপসাগরে নৌকাডুবে ৩৪ জন নিহত

আফ্রিকার দেশ জিবুতির উপকূল সংলগ্ন এডেন সাগরে নৌকা ডুবে ৩৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটি ইয়েমেন থেকে মধ্যপ্রচ্যের দেশগুলোর দিকে যাচ্ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। সোমবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকাটি ডুবে যায়। অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।

এক টুইট বার্তায় আইওএম জানিয়েছে, চোরাকারবারিদের নিয়ন্ত্রণাধীন নৌকাটিতে ৬০ জন যাত্রী ছিল। তাদের নিয়ে এডেন উপসাগরের জিবুতি সংলগ্ন উপকূলে ডুবে যায়। তাতে ৩৪ জন নিহত হয়। তবে সংস্থাটি বিস্তারিত তথ্য জানায়নি।

ধারণা করা হচ্ছে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা ইয়েমেনে আটকা পরে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। সূত্র : রয়টার্স।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নৌকাডুবে,উপসাগর,করোনাভাইরাস,কোভিড ১৯
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close