reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মার্চ, ২০২১

ঘোড়ায় চড়ে অফিসে যাওয়ার অনুমতি চেয়ে চিঠি!

করোনাজনিত লকডাউন ওঠে গেলেও গণপরিবহনে চড়তে এখনো অস্বস্তিতে বোধ করেন অনেকে। কেউ কেউ ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলে যাতায়াত করছেন। চাহিদা বেড়েছে অ্যাপ ভিত্তিক বাহনেরও। তবে ঘোড়া চড়ার কথা খুব একটা শোনা যায়নি!

ভারতীয় গণমাধ্যম বলছে, মহারাষ্ট্রের সতীশ পাবারাও দেশমুখ অদ্ভুত কাণ্ড করেছেন। তিনি স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার।

সম্প্রতি করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘোড়া নিয়ে অফিসে আসার অনুমতি চেয়েছেন সতীশ। এর পক্ষে যুক্তিসংগতও দেখিয়েছেন তিনি। শুধু করোনার ভয় নয়, অনেক দিন ধরে তিনি পিঠের ব্যথায় কাবু। তাই মোটরসাইকেল চালিয়ে অফিসে আসতে পারবেন না। আবার গাড়ি কেনার সামর্থ্যও তার নেই।

তাই ঘোড়া নিয়ে আসতে চান তিনি। অফিসে ঘোড়া রাখার অনুমতিও চেয়েছেন সতীশ।

অফিস জবাবে কী বলেছে জানা যায়নি। তবে চিঠিটি অনলাইনে ফাঁস হতেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় নানান ধরনের চর্চা।

কিছুদিন আগে বারাণসীর এক আইনজীবী ঘোড়া চালানো শেখার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেন। সেখানে জানান, তেলের দাম যে হারে বাড়ছে তার পক্ষে ২০ কিলোমিটার পাড়ি দিয়ে অফিস করা অসম্ভব হয়ে পড়েছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চিঠি,অফিস,ঘোড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close