কলকাতা প্রতিনিধি

  ০৫ মার্চ, ২০২১

নেপাল পুলিশের গুলিতে ভারতীয় যুবকের মৃত্যু, উত্তেজনা

নেপাল পুলিশের গুলিতে ভারতীয় যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত উত্তরপ্রদেশ।

পুলিশ সূত্রে খবর, সীমান্ত লাগোয়া পিলভিট থেকে গোবিন্দ সিং, গুরমিত সিং ও পাপ্পু সিং নামে তিন বন্ধু নেপালের বেলোরি বাজারে জরুরি কাজের জন্য গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার সময় ওই তিনজনের সঙ্গে নেপাল পুলিশের বচসা শুরু হয়। তখনই হঠাৎ গুলি চালায় নেপাল পুলিশ। পুলিশের গুলিতে গুরুতর আহত হন গোবিন্দ সিং। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, এখনও পর্যন্ত ওই তিনজনের মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। অন্যজন কোনোক্রমে পালিয়ে বাড়িতে ফিরে এসেছেন।নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এদিকে, যুবকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তে। উত্তেজিত গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, ২০২০ সালের জুনেও নেপাল পুলিশের গুলিতে বিহারের এক কৃষকের মৃত্যু হয়েছিল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুলিতে মৃত্যু,ভারতীয় যুবক,উত্তরপ্রদেশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close