reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২১

কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক হেলিকপ্টারচালক। সোমবার সন্ধ্যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কাঠুয়া জেলায় দুর্ঘটনার কবলে পড়ে ওই হেলিকপ্টারটি। পরে হাসপাতালে নিহত হন এর চালক। গুরুতর আহত অবস্থায় আরেক চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, পাঞ্জাবের পাঠানকোট শহর থেকে আসছিল হাল্কা ওজনের সেনার হেলিকপ্টার ‘ধ্রুব’। কাঠুয়া জেলার লাখানপুরে দুর্ঘটনায় পড়ার সময় হেলিকপ্টারটিতে দুজন চালক ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, আকাশে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর অবতরণের সময় তা দুর্ঘটনার কবলে পড়ে।

কাঠুয়া জেলার সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্র জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহত দুজন চালককে সেনা হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। এরপর হাসপাতালেই নিহত হন এক চালক। অন্য জনের চিকিৎসা চলছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাইলট নিহত,হেলিকপ্টার বিধ্বস্ত,কাশ্মীর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close