reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২০

কলকাতার বহুতল ভবনে আগুন, মৃত ২

ভারতের মধ্য কলকাতার বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কিশোর ও বৃদ্ধাসহ দু'জনের মৃত্যু হয়েছে। রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও শনিবার সকালে ওই ভবনের ছ'তলায় ফের ধোঁয়া দেখা যায়। যার ফলে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে আবাসিক বাসিন্দাদের মধ্যে।

জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে কলকাতার একুশ নম্বর গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি বহুতলে আগুন লাগে।

দমকল বাহিনী জানিয়েছে, ওই ভবনে প্রায় ৫০টি পরিবার থাকেন। একতলার মিটার ঘরে প্রথমে আগুন লাগে। পরে তা ওয়্যারিং ধরে ক্রমশ পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় এক কিশোর আগুন থেকে বাঁচতে ওপর থেকে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১২টি ইঞ্জিন এবং একটি হাইড্রলিক ল্যাডার কাজ শুরু করে। গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর বহুতলের ভিতরে আবাসিক কেউ আটকে আছেন কী না, সে বিষয়ে খোঁজ করতে গিয়ে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেন দমকল কর্মীরা।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কলকাতা,বহুতল ভবন,আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close