কলকাতা প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২০

বাবরি রায়দানে থাকবেন না ৪ অভিযুক্ত

আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দানে আদালতে থাকবেন না অভিযুক্ত এলকে আডবানি, মুরলী মনোহর জোশি, উমা ভারতী ও কল্যাণ সিং। বুধবারই ২৮ বছর পুরোনো এই মামলার রায় দেবে লখনউয়ের বিশেষ আদালত।

১৯৯২ সালে বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় একাধিক বিজেপি নেতার নাম জড়িয়েছিল। সেসময় এলকে আডবানি রথযাত্রা করেছিলেন। ধর্মীয় উস্কানির অভিযোগ উঠেছিল ৪ বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে। পুরো ঘটনায় ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। বয়স ও স্বাস্থ্যজনিত কারণেই সশরীরে আদালতে উপস্থিত হবেন না হেভিওয়েট বিজেপি নেতারা।

প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী আডবানীর বয়স ৯২ ও জোশি ৮৬ বছরের। এছাড়া দিল্লির এইমসে ভর্তি করোনা আক্রান্ত উমা ভারতী। করোনা থেকে কিছুদিন আগেই সুস্থ হয়েছেন কল্যাণ সিং ও রামমন্দির ট্রাস্ট প্রধান মহন্ত নিত্যগোপাল। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এই ইস্যুকে কাজে লাগিয়ে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অশান্তি পাকাতে পারে। যোগী সরকারকে এ বিষয়ে সতর্ক করেছে কেন্দ্র।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাবরি মসজিদ,রায়,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close