পার্থ মুখোপাধ্যায়, কলকাতা

  ২৫ সেপ্টেম্বর, ২০২০

বিহার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা আজ

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন। দেশে করোনাভাইরাসের আবহে এই প্রথম নির্বাচন হবে। উল্লেখ্য, বিহারের বিরোধী দলগুলি করোনার মধ্যে নির্বাচন পিছনোর আর্জি জানিয়েছিল। মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের সরকার জুলাইতে নির্বাচন পিছনোর আবেদন জানিয়ে কমিশনকে চিঠি লিখেছিল। এছাড়া করোনা আবহে বিহার নির্বাচনের ইস্যুটি সুপ্রিমকোর্ট পর্যন্তও পৌঁছেছিল। যদিও হস্তক্ষেপ করতে চায়নি আদালত। কমিশন কি করবে, সে বিষয়ে সুপ্রিমকোর্ট কিছু বলতে চায় না বলে জানিয়েছিলেন বিচারপতি। ২৪৩ জন সদস্যবিশিষ্ট বিহার বিধানসভার মেয়াদ ২৯ নভেম্বর শেষ হওয়ার কথা। সুতরাং অক্টোবরের মধ্যেই নির্বাচন করানো হবে এবং বেশ কয়েক দফায় তা হবে বলে মনে করা হচ্ছে।

করোনাভাইরাস, অর্থব্যবস্থার অবনতি ও বেকারত্বের ইস্যুগুলি তুলে ধরে এগিয়ে চলেছে বিরোধীদলগুলি। করোনাভাইরাসের জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। এছাড়া লকডাউনে পারিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর ক্ষেত্রেও বেশ খানিকটা নিষ্ক্রিয় ছিলেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। সেসময় ক্ষমতাসীন সরকারের ব্যাপক সমালোচনা হয়েছিল।

এছাড়া বন্যার জেরেও ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে বিহারের একাধিক এলাকা। এসবের মাঝে নিতিশের সরকার বেশ খানিকটা ব্যাকফুটে বলে মনে করছেন একাংশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিহার,নির্বাচন,নির্ঘণ্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close