পার্থ মুখোপাধ্যায়

  ১৯ সেপ্টেম্বর, ২০২০

ইউএনজিএর আলোচনায় থাকবেন নরেন্দ্র মোদী

ফাইল ছবি

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় দুটি আলোচনায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা জানিয়েছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি। ২১ সেপ্টেম্বর থেকে রাষ্ট্রসংঘের উচ্চস্তরীয় অধিবেশন শুরু হবে।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিরুমূর্তি জানিয়েছেন, এবারে রাষ্ট্রসংঘের অধিবেশন ঐতিহাসিক হতে চলেছে। প্রথমে নরেন্দ্র মোদী সাধারণ বিতর্কে অংশ নেবেন। তারপর ভারতের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় বয়ান দেবেন। এছাড়া রাষ্ট্রসংঘের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে উচ্চস্তরীয় বৈঠকেও অংশগ্রহণ করবেন মোদী। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মোদীর অংশগ্রহণ ভারতের পক্ষে লক্ষ্যনীয় হতে চলেছে।

এছাড়া ৩০ সেপ্টেম্বর বায়োডাইভার্সিটি সামিটে অংশ নেবেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর। ১ অক্টোবর বৈশ্বিক সম্মেলনে মহিলাদের উপর একটি আলোচনায় ভারতের প্রতিনিধিত্ব করবেন মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। এছাড়াও রাষ্ট্রসংঘের বেশকিছু মন্ত্রী স্তরের বৈঠকে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব রাষ্ট্রসংঘের সাধারণ সভাতেও পড়েছে। যাত্রায় নিষেধাজ্ঞার কারণে বহু নেতা নিউইয়র্ক যাবেন না। সেক্ষেত্রে প্রতিনিধিরা রেকর্ড করা ভিডিওবার্তা জারি করবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউএনজিএ,আলোচনা,নরেন্দ্র মোদী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close