কলকাতা প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০২০

দৈনিক সংক্রমণে ভারতের রেকর্ড অব্যাহত

টানা ৪২ দিন ধরে বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে ভারত। একদিনে দেশে ফের ৯৭ হাজার ৮৯৪ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত ৫১ লাখ ১৮ হাজার ২৫৪ জন সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় বলি হয়েছেন ১ হাজার ১৩২ জন। যা বিশ্বের নিরিখে প্রথম। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৯৮। এক্টিভ কেস রয়েছে ১০ লাখ ৯ হাজার ৯৭৬টি। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪০ লাখ ২৫ হাজার ৮০ জন।

পরিসংখ্যান অনুযায়ী দেশে মৃত্যু হার ১.৬৩ শতাংশ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৮.৬৪ শতাংশ।

এদিকে, সবথেকে বেশি সংক্রমিত ৫টি রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে ১১ লাখ ২১ হাজার, অন্ধ্রপ্রদেশে ৫ লাখ ৮৯ হাজার, তামিলনাড়ুতে ৫ লাখ ১৯ হাজার, কর্নাটকে ৪ লাখ ৮৪ হাজার এবং উত্তরপ্রদেশে ৩ লাখ ২৪ হাজার জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গিয়েছে। সম্প্রতি উদ্বেগ বাড়ছে দিল্লি এবং পশ্চিমবঙ্গে।

আইসিএমআর জানিয়েছে, ভারতে ৬ কোটি ৫ লাখ সোয়াব পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে, গোটা বিশ্বে কোভিডে সংক্রমণ ৩ কোটি ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ৯ লাখ ৪৫ হাজার মানুষ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্রমণ,ভারত,করোনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close