কলকাতা প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২০

ভারতে করোনা রোগী ৫০ লাখ ছাড়াল

দেশে কোভিডে সংক্রমণের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। ফের একদিনে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ১২৩ জন।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮২ হাজার ৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৯০ জন। সক্রিয় করোনা রোগী রয়েছেন ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ জন। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন। পরিসংখ্যান অনুযায়ী দেশে মৃত্যু হার কমে হয়েছে ১.৬৩ শতাংশ। সুস্থতার হার ৭৮.৫৩ শতাংশ।

এদিকে, প্রথম স্থানে থাকা মহারাষ্ট্রে আক্রান্ত ১১ লাখ ছুঁইছুঁই। করোনায় বলি হয়েছেন ৩০ হাজার ৪০৯ জন। মুম্বাইয়ের পাশাপাশি পুনেতে বাড়ছে দৈনিক আক্রান্তের হার। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে ৫ লাখ ৮১ হাজার জন, তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে ৫ লাখ ১৪ হাজার, চতুর্থ স্থানে থাকা কর্নাটকে ৪ লাখ ৬৭ হাজার, পঞ্চম স্থানে থাকা উত্তরপ্রদেশে ৩ লাখ ২৪ হাজার মানুষের শরীরে কোভিডের উপসর্গ পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গে বাড়ছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা।

এদিকে, ভারতে আবারও ট্রায়াল শুরু করতে পারে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউটকে সবুজ সংকেত দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিসিজিআই।

ব্রিটেনের স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পাওয়ার পর, ১১ সেপ্টেম্বর সাময়িকভাবে ট্রায়াল স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল তারা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,সংক্রমণ,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close