কলকাতা প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০২০

আবারও হাসপাতালে অমিত শাহ

আবারও দিল্লি এইমসে ভর্তি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় দু’সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল তাকে। শনিবার রাত ১১টা নাগাদ দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে।

গত ২ আগস্ট বছর ৫৫-এর বিজেপি নেতার নমুনা করোনা পজিটিভ এসেছিল। তারপর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নমুনা নেগেটিভ আসার পর ১৪ আগস্ট টুইট করে অমিত শাহ জানিয়েছিলেন, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোম আইসোলেশনে থাকবেন। কিন্তু আবারও অসুস্থতার জেরে এইমস হাসপাতালের পোস্ট কোভিড কেয়ারে ভর্তি করতে হয়েছিল তাকে। তারপর ১৩ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু আবারও অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি করা হল অমিতকে।

অন্যদিকে সোমবার থেকে সমস্ত কোভিড সতর্কতামূলক ব্যবস্থার সঙ্গে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। প্রসঙ্গত, ৭৮৫ জন সাংসদের মধ্যে ২০০ জনের বয়স ৬৫-এর বেশি। অন্যদিকে অন্তত ৭ জন কেন্দ্রীয় মন্ত্রী ও ২৪ জন সাংসদ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অমিত শাহ,দিল্লি এইমস,ভারত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close