reporterঅনলাইন ডেস্ক
  ১১ আগস্ট, ২০২০

সন্দেহভাজন ব্যক্তিকে গুলি

ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালে গোলাগুলি

হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালে এই ঘটনা ঘটেছে।

ট্রাম্প জানিয়েছেন, হোয়াইট হাউসের কাছে কেউ গুলি চালিয়েছে। গোলাগুলির পরই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান। স্থানীয় সোমবার ওই গোলাগুলির ঘটনা ঘটে। তিনি আরও বলেন, পরিস্থিতি ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনের সময় হঠাৎ করেই সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা স্টেজে উঠে আসেন। সে সময় ট্রাম্পের কানে কানে তাকে কিছু বলতে দেখা যায়। এরপরই সেখান থেকে ট্রাম্পকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ব্রিফিং রুম বন্ধ করে দেওয়া হয়।

ট্রাম্পকে যখন কিছু বলা হচ্ছিল, তখন তাকে বলতে শোনা গেছে—ওহ, কি হচ্ছে? সূত্র : বিবিসি ও সিএনএন

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোলাগুলি,ট্রাম্প,সংবাদ সম্মেলন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close