পার্থ মুখোপাধ্যায়

  ১৭ এপ্রিল, ২০২০

মাওলানা সাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা

মাওলানা সাদ কান্দলভি

নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্দলভির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি।

সূত্রের খবর, মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ৩০০০-এর বেশি জামাত সদস্য জমায়েত হয়েছিলেন। সেই অনুষ্ঠানেই আর্থিক দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে মাওলানা সাদ এবং তার ট্রাস্টের বিরুদ্ধে।

অন্যদিকে, সরকারি নিয়ম লঙ্ঘন করে জমায়েত করার জন্য বৃহস্পতিবারই অনিচ্ছাকৃত খুনের মামলা করেছে দিল্লি পুলিশ।

গোটা দেশে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ নিজামুদ্দিনের জমায়েত বলে দাবি করেছে কেন্দ্র। কারণ, এই জমায়েতে যোগ দিয়েছিল বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশ থাকা আসা একাধিক নাগরিক। ফলে, করোনার অন্যতম হটস্পট হয়ে ওঠে দিল্লির নিজামুদ্দিন।

মাওলানা সাদের আইনজীবী জানিয়েছেন, আপাতত তিনি ১৪ দিন কোয়ারেন্টাইনে রয়েছেন।কোয়ারেন্টাইন পর্ব শেষ হলেই ইডির সঙ্গে দেখা করবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাওলানা সাদ,দুর্নীতির মামলা,ইডি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close