reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২০

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৬০ সেনা নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চল মারিব শহরের একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৬০ সেনা সদস্য নিহত হয়েছেন। এতে অন্তত আরো ৩০ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন।

শনিবার সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতিরা। তবে হুতিদের পক্ষ থেকে এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

ইয়েমেনে মূলত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০১৫ সাল থেকেই ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল-হাদির সরকারকে সহায়তার জন্য হুতিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে হুতিদের দাবি ইয়েমেনে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছেন তারা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেনাঘাঁটি,হুতি বিদ্রোহী,ইয়েমেন,হুতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close