reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৯ সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তানের কোয়েট্টায় পাক সেনা বহরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন এ তথ্য জানিয়েছে। এ হামলায় অন্তত ৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন ১১ জন।

দ্য বেলুচিস্তান পোস্টের বরাত দিয়ে নিউজ এইট্টিন জানায়, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে পৌঁছার কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়।

কাশ্মীরে হামলার ঘটনায় গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পাকিস্তানের সেনা বহরে হামলার ঘটনা দেশ দুটির পারস্পরিক সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৯ জন ভারতীয় সিআরপিএফ জওয়ান নিহত হন। ওই ঘটনার মাত্র তিনদিন পর পাকিস্তানি সেনা বহরে হামলার ঘটনা ঘটলো।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আত্মঘাতী হামলা,সেনা বহর,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close