আব্দুর রহমান, সংবাদকর্মী

  ২২ জুন, ২০২১

‘গর্বিত সন্তান’

গর্বিত সন্তান

আমি সেই দেশের সন্তান-

যে দেশের জন্য ত্রিশ লক্ষ মানুষ দিয়েছে প্রাণ।

আমি সেই দেশের সন্তান।

আমার দেশের রূপের নেইকো শেষ, ত্রিশ লক্ষ শহীদ আর, মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ।

দেখতে বড্ড ভালো লাগে জেলের মাছ ধরা, মাঠে কিষানের গরুর পাল।

রাখাল যখন মিষ্টি সুরে বাজায় তার বাঁশি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবিতা,গর্বিত সন্তান,আমার আমি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close