reporterঅনলাইন ডেস্ক
  ০৫ অক্টোবর, ২০২০

এসএম শামীমের কবিতা ‘যুদ্ধে যেতে চাই’

‘যুদ্ধে যেতে চাই’

-এসএম শামীম

১৯৭১-এ জন্ম হয়নি তাই পারিনি

২০২০-এ আমি তরুণ যুবক।

এবার আমি যেতে চাই, যুদ্ধে-

দাও অস্ত্র, দাও অনুমতি

হে রাষ্ট্রপ্রধান, শুনো আমার আকুতি।

লোকমুখে শুনেছি, বইতে পড়েছি

আমার সোনার বাংলাদেশ!

কিভাবে বুঝবো, কিভাবে মানবো-

ধর্ষণ-নির্যাতনে কাঁপছে এখন সারাদেশ।

মানছে না শাসন, ব্যর্থ প্রশাসন!

হচ্ছে না প্রতিবাদ, নেই কোনো মতবাদ;

ধর্ষকের বিরুদ্ধে, যেতে চাই যুদ্ধে-

করব প্রতিবাদ, আসুক যত অপবাদ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধর্ষণ,নির্যাতন,এসএম শামীম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close