নুরজাহান শিল্পী

  ১৩ আগস্ট, ২০২০

হে মৃত্যুঞ্জয়ী, তুমি ফিরবে বলে

পিতা, তুমি ফিরবে বলে

গগন কাঁপানো জাতীয় সংগীতে সুর তুলে আজও জয় বাংলা জয়ধ্বনি

তুমি ফিরবে বলে প্রতিটি ঊষা মাখে অলংকৃত রং

তুমি ফিরবে বলে সময়গুলো গল্প রচে সীমানায়

তুমি ফিরবে বলে ধ্রুপদি সংগীতে সুর তোলে অপার্থিব মূর্ছনায়

তুমি ফিরবে আবারও জ্বলে উঠবে অরিয়ন

আবারও জাগবে একফালি বিশ্বাস নিভু নিভু প্রদীপে।

তুমি ফিরবে বলে স্বপ্ন দেখে শ্রমজীবী মেহনতি মানুষগুলো

আতপ চালের ধোঁয়া উঠা ঘ্রাণে খুঁজে নেবে জীবনের সুখবোধ

মৃতের শহরে হত্যাযজ্ঞের মিছিলে আয়ুষ্মান মানুষগুলো

খুঁজে নেবে বেঁচে থাকার উষ্ণ উত্তাপ।

মৌলভীবাজার, সিলেট

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুঞ্জয়ী,কবিতা,আমার আমি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close