reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর, ২০২৪

লেবানন থেকে ফিরছেন আরো ১০৫ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে মঙ্গলবার রাতে ৪০ জন এবং বুধবার ৬৫ জন বাংলা‌দে‌শি নাগ‌রিক দেশে ফিরবেন। সোমবার রা‌তে এ তথ্য নিশ্চিত করেছে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ৪ ডিসেম্বর ৬৫ জনের একটি গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৪০ বাংলাদেশির দেশে ফেরার তথ্য জানায় দূতাবাস।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদে‌শিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাত ১১টায় দেশে ফিরেছেন আটকেপড়া আরো ৮২ বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লেবানন,বাংলাদেশি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close