reporterঅনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর, ২০২৪

মালয়েশিয়ায় বন্দিশিবির থেকে ছয় বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (JIM) সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে একটি বিশেষ অভিযানে চালিয়ে মানবপাচারকারী সিন্ডিকেটকে আটক করেছে। রবিবার পরিচালিত অভিযানে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়া থেকে কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

দুই সপ্তাহ ধরে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অপারেশন টিমকে একটি দোকানের ভেতর থেকে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। ৩০ বছর বয়সি ওই বাংলাদেশি বন্দিশিবিরের কেয়ারটেকার বলে সন্দেহ করা হয়। এ সময় তিনি মালয়েশিয়ায় থাকার কোনো বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট দেখাতে পারেনি। অভিযানে ১৮ থেকে ৪১ বছর বয়সি ছয় বাংলাদেসি পুরুষকে উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনার সময় কেয়ারটেকার একটি কক্ষের একটি জানালা দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আভিযানিক দল বাংলাদেশি পাসপোর্ট ও সাতটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।

মানবপাচার সিন্ডিকেট ভিকটিমদের ১৫ হাজার রিঙ্গিতের (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা) বিনিময়ে ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় নিয়ে একটি রুমে আটক রেখে। এরপর অতিরিক্ত ৫ হাজার রিঙ্গিত দিয়ে বন্দিশিবির থেকে মুক্তি পায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালয়েশিয়া,মানবপাচার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close