অনলাইন ডেস্ক
১০ অক্টোবর, ২০২৪
মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারু এলাকা থেকে ১৭ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বুধবার রাজ্যের অভিবাসন বিভাগের বরাতে দেশটির সংবাদমাধ্যম দি সান ডেইলি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দুদিনের অভিযানে বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে আটক করা হয়েছে।
কেলান্তান অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন এক বিবৃতিতে জানান, কোটা ভারু শহরের আশপাশে সুপারমার্কেট, লোহার কারখানাসহ বেশ কয়েকটি বাড়ি এবং রেস্তোরাঁয় অভিযান চালানো হয়।
অভিযানে ১৭ জন বাংলাদেশি, দুজন পাকিস্তানি, থাইল্যান্ডের ৯ জন, ভারতীয় একজন ও মিয়ানমারের একজন নাগরিককে আটক করা হয়। আরো তদন্তের জন্য আটককৃতদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন