অনলাইন ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৪
সৌদিতে এসি বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদি আরবে বাসায় এসি বিস্ফোরণে আবদুল সামাদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সামাদের রুমে এ বিস্ফোরণ ঘটে।
নিহত আবদুল সামাদ কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে পরিবারের একমাত্র ছেলে আবদুল সামাদ সৌদি আরবে পাড়ি দেন। সেখানে ভালোভাবেই চলছিল সামাদের প্রবাসজীবন। বুধবার সকালে তার রুমে থাকা এসিটি বিস্ফোরণ ঘটে, এতে আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে সেখান থেকে সামাদের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়।
স্থানীয় হোসেনপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজল মিয়া বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন