আমিরাতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা
সংযুক্ত আরব আমিরাত সরকার অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য এ ক্ষমা কার্যকর করা হবে।
দেশটিতে অবস্থানকারী রেসিডেন্সি ভিসায় অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জরিমানা চাড়াই বৈধতা লাভের সুযোগ পাবেন। বৃহস্পতিবার গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এই আইন আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার পর অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন। অথবা তারা চাইলে কোনো প্রকার জেল-জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবেন।
জানা যায়, ২০২০-২১ সালে করোনা-পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন করে দিলে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন।
ভিজিটে আসা এসব বাংলাদেশির মধ্যে অনেকে ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। এ সংখ্যা প্রায় কয়েক হাজারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।