reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জুলাই, ২০২৪

সড়ক দুর্ঘটনা

সৌদি আরবে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় মিস্টার আলী (৩৮) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। রবিবার দেশটির স্থানীয় সময় ভোর ৫টার দিকে আল তাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিষ্টার আলী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মিষ্টারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই রাজ্জাক আলী। তিনি জানান, ২০২২ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মিস্টার আলী। সেখানে তিনি আল তাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করতেন। প্রতিদিনের মতো ভোরে কাজ করার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিস্টার আলীর মৃত্যু হয়।

পরে সৌদির পুলিশ তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। মরদেহটি বর্তমানে সেই হাসপাতালের মর্গে রয়েছে। দেশে মিস্টার আলীর স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৌদি আরব,দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close