আবু বক্কর ছিদ্দিক পাভেল, কুয়েত থেকে

  ২৫ জানুয়ারি, ২০২২

কুয়েতে ষাটোর্ধ্ব বয়সীদের ২৫০ দিনার বার্ষিক একামা নবায়ন

ষাটোর্ধ্ব প্রবাসীদের কুয়েত বার্ষিক ২৫০ দিনার এবং স্বাস্থ্যবীমা ফি দিয়ে ৬০ বছর প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন অনুমোদন দিয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) কুয়েত শ্রম ও জনশক্তি কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের বৈঠকে এই অনুমোদন দিয়েছে।

দীর্ঘ ১ বছর পর ৬০ বছর বয়সী প্রবাসীদের নিষেধাজ্ঞা তুলে একামা নবায়নের বিষয় চূড়ান্ত অনুমোদন দিয়েছে কুয়েত কর্তৃপক্ষ ।

উল্লেখ্য, ষাটোর্ধ্ব প্রবাসীদের একামা নবায়ন নিষিদ্ধ থাকায় হাজার হাজার প্রবাসী নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুছিয়ে দেশে চলে গেছেন। ২১ সালের পুরো বছর পক্ষে-বিপক্ষে আলোচনায় ছিল বিষয়টি।

কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল আহমদ আল জাবেরের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসীরা। তিনি নিজে মনিটারিং করে জটিল বিষয়টিকে সহজ করে সমাধান করেছেন।

কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোহাম্মদ আল-সাকের, যিনি বিষয়টির সমাধান চেয়ে ৬০ বছর প্রবাসীদের একামা নবায়নে দৃড় ভূমিকা পালন করেছেন।

তালিকাভুক্ত একটি বীমা কোম্পানির থেকে সম্পূর্ণ স্বাস্থ্যবীমা থাকতে হবে। তবে স্বাস্থ্যবীমা কত হবে, তা এখনো স্পষ্ট নয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একামা নবায়ন,কুয়েত,প্রবাসী,স্বাস্থ্যবীমা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close