reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০২২

শীতার্তদের শীতবস্ত্র দিলো দক্ষিণ কোরিয়া বিএনপি

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার প্রত্যাশায় শীতবস্ত্র বিতরণের আয়োজন করে দক্ষিণ কোরিয়া বিএনপি। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

সোমবার (১০ জানুয়ারি) হাইকোর্টে এসব বস্ত্র দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণের আগে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, বিএনপি দীর্ঘদিন এদেশের জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে সংগ্রাম করে যাচ্ছে। দীর্ঘদিনের লড়াই সংগ্রামে আমাদের সহস্রাধিক নেতা-কর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এখনো আমাদের অজস্র নেতা-কর্মী কারান্তরিত রয়েছে।

তিনি বলেন, এত দমন নিপীড়নের পরও বিএনপি প্রতিটি দুর্যোগ মহামারিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা এই করোনাকালীন সময়েও হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, অক্সিজেন সেবার পাশাপাশি লকডাউনের প্রভাবে কর্মহীন মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,দক্ষিণ কোরিয়া,শীতার্তদের শীতবস্ত্র
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close