reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০২১

সৌদিতে বয়লার বিস্ফোরণে মৃত্যু, কোলে নেওয়া হলো না সন্তানকে

সৌদি আরবের আল-কাসিম এলাকায় রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বয়লার বিস্ফোরণে সোহেল শিকদার (২৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক শিকদারের ছেলে।

পারিবারিক সূত্র জানিয়েছে, সোহেল শিকদার সৌদি আরবের আল-কাসিম এলাকায় একটি নির্মাণ কোম্পানিতে চাকরি করতেন। ওইদিন সকালে কাজে যোগদানের পর কর্মস্থলে বয়লার বিস্ফোরণে গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র জানায়, আট বছর আগে সৌদি আরবে যান সোহেল। দেড় বছর আগেও বাড়ি এসেছিলেন। পরিবারে স্ত্রী, চার বছর বয়সী ছেলে ও সাত মাস বয়সী একটি মেয়ে রয়েছে তার।

পারিবারিক সূত্র জানায়, কন্যাসন্তান হওয়ার পর তাকে কোলে নেওয়ার অনেক শখ ছিল সোহেলের। কিন্তু ভাগ্যে আর সে সুযোগ হলো না।

সোহেলের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সোহেলের বড় ভাই আবদুল গাফফার শিকদার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বয়লার বিস্ফোরণ,সৌদি,প্রবাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close