reporterঅনলাইন ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর, ২০২১

স্পেনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

স্পেনের মাদ্রিদে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে কমিউনিটি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাদ্রিদের উপকণ্ঠ খেতাফ মাঠে টাইগার মাদ্রিদ ও বিয়া ভেরদে ক্রিকেট টিমের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিয়া ভেরদে ক্রিকেট টিমকে হারিয়ে টাইগার মাদ্রিদ টিম চ্যাম্পিয়ন হয়। টাইগার মাদ্রিদ ৯৬ রানে বিয়া ভেরদে ক্রিকেট টিমকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে ফাইনাল খেলা পরবর্তী পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, প্রাক্তন সভাপতি আল মামুন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আলামিন মিয়া, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী,স্পেন,ক্রিকেট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close