reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০২১

ফ্রান্সে বাংলাদেশির ওপর অতর্কিত হামলা

রাতে কাজ থেকে ফেরার পথে ফ্রান্সে অতর্কিত হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী।

ফ্রান্স প্রবাসীদের সবচেয়ে বড় কমিউনিটি গ্রুপ বিসিএফ-এর অ্যাডমিনের একটি পোস্টে বলা হয়েছে, ওবারক্যাম্প মেট্রো স্টেশনে কোনো কারণ ছাড়াই রোববার তাকে আঘাত করা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পোস্টের তথ্য অনুযায়ী, রেজাউল করিম নামের ওই বাংলাদেশি মেট্রো স্টেশনের ভেতরে পাঁচ নম্বর মেট্রোর জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ এক ব্যক্তি তাকে আক্রমণ করে। চকিত আঘাতে তিনি লুটিয়ে পড়েন। জ্ঞান হারান। পরে পথচারী-যাত্রীরা পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকেন।

বিসিএফ গ্রুপে রেজাউল করিমকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ফ্রান্স প্রতিনিধি হিসেবে পরিচয় করানো হয়েছে।

চিকিৎসার পর রেজাউল করিম কিছুটা সুস্থ হয়েছেন। তিনি এখন বাসায় আছেন। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

উদ্বিগ্ন প্রবাসীদের অভিযোগ, দুষ্কৃতকারী মোবাইল ফোন বা টাকা পয়সা নেয়ার চেষ্টা করেনি। কোনো কারণ ছাড়া সরাসরি শারীরিক আক্রমণ করাই ছিল তার টার্গেট।

ঘটনার ধরন দেখে ‘বর্ণবাদী হামলার’ শঙ্কা করছেন বাংলাদেশিরা।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অতর্কিত হামলা,ফ্রান্স,বাংলাদেশি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close