বাংলা প্রেস, নিউ ইয়র্ক

  ২২ জুন, ২০২১

নিউ ইয়র্কে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী পালন

ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবার। স্থানীয় সময় রোবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

আওয়ামীলীগ নেতা ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সাবেক বিটিভি প্রযোজন বেলাল বেগ, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কবি সালেহা ইসলাম ও সাবেক ছাত্র নেতা আব্দুল লতিফ বিশ্বাস।

বক্তরা বলেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন স্বাধীনতার পর সাড়ে ৩ বছর বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই কুচক্রী মহল তথা স্বাধীনতা বিরোধীচক্র ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। স্বৈরাচার, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ৯০ এর গণ-অদ্ভুথান, অপশক্তি বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনা ১৯৯৬’র সরকার গঠন করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন। ২০০৮ সালে পুনরায় সরকার গঠন করে ‘ভিশন ২০২১’-এর আলোকে মধ্যম আয়ের সুখী-সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখান। ২০১৪ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘ভিশন ২০৪১’-এর আলোকে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় অন্যদের মধ্য বক্তব্য দেন ফারুক হোসেন, বখতিয়ার আহমেদ, খান শওকত, খোরশেদ বাবুল, হাকিকুল ইসলাম খোকন, মঞ্জুর চৌধুরী, কায়কোবাদ খান, ছাদেকুজ্জামান পান্না ও টি মোল্লা প্রমূখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ও জলি কর। শিল্পীদের তবলায় সঙ্গত করেন তপন মোদক।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ আওয়ামীলীগ,৭২তম প্রতিষ্ঠাবাষির্কী,যুক্তরাষ্ট্র,আওয়ামী পরিবার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close