কুয়েত প্রতিনিধি

  ২২ এপ্রিল, ২০২১

কুয়েতে নিহত বাংলাদেশি শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা

কুয়েতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত প্রবাসী গোলাম রসুলের পরিবারকে আর্থিক সহায়তা করেছে মীরসরাই সমিতি কুয়েত।

বুধবার ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল, ৬নং ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মেজবাউল আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মোশাররফ হোসেন, মো. বাহার উদ্দিন ভূঁইয়া, মো. নুর উদ্দিনসহ ইউনিয়নের এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে নিহতের স্ত্রীর হাতে ১ লাখ ৬০ হাজার নগদ টাকা তুলে দেয়া হয়।

আরও পড়ুন : কুয়েতে অভিবাসী শ্রমিকদের বৈষম্য নিয়ে মানবাধিকার সংস্থার আবেদন

ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, আমার এলাকার বাসিন্দা গোলাম রসুল বিদেশের মাটিতে একটি দুর্ঘটনায় মারা যান। গোলাম রসুলের লাশ দেশে পাঠানোর কাজে সহযোগিতাসহ আর্থিক সহায়তা প্রদান করেছে মীরসরাই সমিতি। আজ একটি অসহায় পরিবারের পাশে মীরসরাই সমিতি কুয়েত প্রবাসীরা পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এভাবে যদি সবাই একে-অন্যের বিপদে পাশে দাঁড়াই সমাজে আর দুঃখ কষ্ট থাকবে না।

উল্লেখ্য, গত ২৭ মার্চ কুয়েতের ফান্তাস এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা যান কুয়েত প্রবাসী গোলাম রসুল। নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাদবারহাট দক্ষিণ ভুইয়া গ্রামে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আর্থিক সহায়তা,কুয়েত প্রবাসী,নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close