কুয়েত প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২১

করোনা : কুয়েতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা

দেশটিতে জারি করা নতুন বিধিনিষেধে বলা হয়েছে, রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। সেলুন, বিউটিপার্লার, জিম সেন্টার, খেলাধুলাসহ খোলা স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

কুয়েতি নাগরিক ও তাদের আত্মীয়স্বজন, বাসার গৃহপরিচারিকা ছাড়া অন্য দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কুয়েতি ও প্রবাসীসহ এক হাজার ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ৬৩১ জন ও মৃত্যু হয়েছে পাঁচজনের।

কুয়েতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৭৫ হাজার ৩১ জন। মোট মৃতের সংখ্য ৯৮৫ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩ হাজার ৮৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট করা হয় ১০ হাজার ৬৫৯ জনের, আইসিইউতে আছেন ১১৪ জন।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুয়েত,করোনা,করোনাভাইরাস,কোভিড ১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close