reporterঅনলাইন ডেস্ক
  ২৫ আগস্ট, ২০২০

বীর উত্তম সি আর দত্ত আর নেই

​মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলাদেশ বর্ডার গার্ড (অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস)-এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম আর নেই।

মঙ্গলবার সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বয়স হয়েছিল ৯৩ বছর।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সি আর দত্ত বাংলাদেশের সময় আজ সকাল ৯টায় মারা যান। বার্ধক্যজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ফ্লোরিডায় তার মেয়ের বাসায় ছিলেন।

জানা গেছে, গত ২০ আগস্ট বাথরুমে সি আর দত্ত পড়ে যান, এতে তার পা ভেঙে যায়। এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চিত্ত রঞ্জন দত্ত,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ,সি আর দত্ত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close