অনলাইন ডেস্ক
১১ নভেম্বর, ২০২৪
ঢাকার বায়ুমানে উন্নতি
বায়ুদূষণ বিশ্ববাসীর জন্য এক বড় সমস্যা। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন শহরগুলোর বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে।
অস্বাভাবিকভাবে বায়ুদূষণ বৃদ্ধিতে মানুষসহ বিভিন্ন প্রাণীর মৃত্যুঝুঁকি বেড়েই চলেছে। জনবহুল ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। তবে আজ পাকিস্তানের লাহোরের অবস্থা খুবই ভয়াবহ।
সোমবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৫৬০। আর ৯৭ স্কোর নিয়ে ৩৫তম অবস্থানে রয়েছে ঢাকা।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ৩৫৮। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় যার স্কোর ২০৬ আর ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উত্তর মেসিডোনিয়ার স্কোপজে। এছাড়া পঞ্চম স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো, যার স্কোর ১৬৩।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন