বায়ুদূষণের তালিকায় ঢাকা তৃতীয়
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার বলছে, আজ (৫ নভেম্বর) সকালে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। বাংলাদেশের রাজধানী ঢাকা আজ রয়েছে তৃতীয় অবস্থানে।
বিশ্বের ১২১টি শহরের তথ্যের ভিত্তিতে করা আইকিউএয়ারের লাইভ র্যাংকিং থেকে এ তথ্য পাওয়া গেছে।
দূষণের তালিকার শীর্ষে থাকা লাহোরের বায়ুর মানের স্কোর ৫১৭ অর্থাৎ সেখানকার বায়ু আজ বিপজ্জনক। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ৪২৯ অর্থাৎ সেখানকার বায়ুর মানও বিপজ্জনক। ১৬৪ স্কোর নিয়ে তিন নম্বরে রয়েছে ঢাকা।
দূষণের তালিকায় থাকা শীর্ষ ১০ শহরের বাকিগুলো হলো ভারতের কলকাতা, ভিয়েতনামের হ্যানয়, ইরাকের বাগদাদ, ভারতের মুম্বাই, বসনিয়ার সারাজেভো, মঙ্গোলিয়ার উলানবাটর এবং ইন্দোনেশিয়ার জাকার্তা।
অন্যদিকে ১২১টি শহরের মধ্যে সবচেয়ে কম দূষিত শহর হিসেবে জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিশ।