অনলাইন ডেস্ক
২০ নভেম্বর, ২০২৩
দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ
বেশ কয়েক বছর ধরেই বিশ্বের বড় বড় শহর ছাড়াও ছোট ছোট শহরগুলোতেও বেড়েছে বায়ুদূষণ। মেগাসিটি ঢাকাতেও নানা কারণে দূষণের মাত্রা বেড়েই চলেছে। সোমবার (২০ নভেম্বর) দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শহরটি। এ তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের রাজধানী দিল্লি।
এদিন সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৭৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর একিউআই স্কোর ৩২২ নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি।
এ ছাড়া পাকিস্তানের শহর করাচি ২৪৭ স্কোর নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে; ২৪৫ স্কোর নিয়ে পরের অবস্থানে আছে দেশটির আরেক শহর লাহোর। আর পঞ্চম স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর ১৭৬।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন