reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মার্চ, ২০২৩

দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

ছবি : সংগৃহীত

ঢাকার আকাশ রবিবার (২৬ মার্চ) সকাল থেকেই ছিল পরিষ্কার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আকাশে মেঘের আনাগোনা। বিকালের দিকে অন্ধকার হয়ে আসে অনেক এলাকা। কোথাও কোথাও ধূলিঝড় হয়েছে বলে জানা যায়।

আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগসহ প্রায় বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তারা আরও জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃষ্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close