reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

তাপমাত্রা বাড়ছে

শীত আরো কমতে পারে

রাজধানীর হাতিরঝিল থেকে শিহাব হানজালার তোলা ফাইল ছবি

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মৃদু শৈত্যপ্রবাহ ছিল দেশের দুই জেলায়। শনিবার (৪ ফেব্রুয়ারি) তাপমাত্রা বেড়ে তা দূর হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শীত আরো কমতে পারে।

সেইসঙ্গে আগামী কয়েকদিন শীত কমার ধারায় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার মৌলভীবাজার ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। তখন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে শ্রীমঙ্গলে তাপমাত্রা বেড়ে হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি, রাজারহাটে হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি থাকলেও আজ তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে আবুল কালাম মল্লিক বলেন, আগামী দুদিন পর রাতের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাপমাত্রা,শীত,আবহাওয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close