reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০২২

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

ছবি : প্রতিদিনের সংবাদ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা আট দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। রাতভর হিমেল বাতাসে বিপাকে পড়েছে উত্তরের জনজীবন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত টানা আট দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেন।

মো. রাসেল শাহ আরও জানান, টানা আট দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। যা গতকাল সোমবার সকালে (২১ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, বিগত কয়েক দিন ধরে সকাল সকাল ঝলমলে রোদের দেখা মেলায় দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও দিনের সময়টায় ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হলেও তা ধীরে ধীরে কমে ১২ দশমিক ২ ডিগ্রিতে নেমে যায়। এতে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারতম্য সৃষ্টি হচ্ছে। তবে কুয়াশার পরিমাণ কমে গিয়ে কয়েক দিন ধরে সকাল সকাল দেখা মিলছে সূর্যের। তবে রাতভর উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসে বিপাকে পড়েছে এই জনপদের মানুষ।

এর আগে গত ১৫ নভেম্বর সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১৬ নভেম্বর সকাল নয়টায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ১৭ নভেম্বর সকাল ৯টায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ১৮ নভেম্বর সকাল ৯টায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস,১৯ নভেম্বর সকাল ৯টায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ২০ নভেম্বর সকাল ৯টায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ২১ নভেম্বর সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পঞ্চগড়,তেঁতুলিয়া,সর্বনিম্ন তাপমাত্রা,আবহাওয়া অফিস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close