reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুন, ২০২২

দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে- দেশের অধিকাংশ এলাকায় শুক্রবার বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরও বিস্তার লাভের জন্য অনুকূল পরিস্থিতি বিরাজ করছে।

এ অস্থায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামন্য পরিবর্তন হতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবহাওয়া,বাংলাদেশ,ভারী বৃষ্টি,বজ্রপাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close