reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০২২

বৃষ্টি থাকবে আরো এক সপ্তাহ, গরমও চলবে

প্রতীকী ছবি

দেশের আকাশে কখনো রোদ আবার কখনো কালো মেঘ। কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে, তবে গরম তেমন কমেনি।

রবিবার (১৫ মে) আবহাওয়া অফিস সূত্র জানায়, বাতাসে জলীয়বাষ্প থাকায় গরম অনুভূত হচ্ছে। এ ছাড়া সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সূত্র আরো জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী তিন দিন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে।

সপ্তাহজুড়ে গরম ও বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশ মেঘলা এবং বাতাস প্রবাহিত হলে গরম অনুভূত হচ্ছে। কারণ, বঙ্গোপসাগর থেকে বাতাসের সঙ্গে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। ফলে আর্দ্রতা বাড়ছে, যা গরমও বাড়িয়ে দিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহী বিভাগে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। এ ছাড়া রংপুরের রাজারহাটে সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিনে তাপমাত্রা বাড়বে এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা নেই।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবহাওয়া,বৃষ্টি,গরম,তাপমাত্রা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close