reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০২১

সাগরে নিম্নচাপ, সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় জাওয়াদ কি বাংলাদেশে আঘাত হানবে?

সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস দেশের সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সকালে বাংলাদেশ উপকূল থেকে দেড় হাজার কিলোমিটার দূরে ভারত উপকূলের কাছাকাছি অবস্থান করছিল নিম্নচাপ। এটি আরও ঘনীভূত হতে পারে। তবে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কা কম। এর প্রভাব বাংলাদেশ উপকূলে তেমন থাকবে না।

তিনি আরও বলেন, অনেক দূরে অবস্থান করায় কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর কিছুটা উত্তাল রয়েছে। কয়েক দিন পরে নিম্নচাপের প্রভাব কেটে গেলে বৃষ্টির আভাস রয়েছে। তবে শেষ পর্যন্ত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘জাওয়াদ’।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাওয়াদ,ঘূর্ণিঝড়,আবহাওয়া,সতর্ক সংকেত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close