কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০২১

বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন

মৌলভীবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারে হাইল হাওরের বাইক্কাবিল এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন-বড়গাঙ্গিণা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি আব্দুস সোবহান চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন-বন বিভাগের বর্ষিজুরা বিট কর্মকর্তা মো. মিজানুর রহমান, চাউতলি বিট কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, বড়গাঙ্গিণা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সাধারণ সম্পাদক মিন্নাত আলী প্রমুখ।

বক্তারা বলেন, পাখি আমাদের পরিবেশ-প্রকৃতির একটি সুন্দর অংশ। পাখি আমাদের ফসল ও উদ্ভিদ বৈচিত্র্যকে সমৃদ্ধ করে। পাখি ধরা, শিকার, হত্যা, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। শাস্তি হিসেবে দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা হতে পারে। এবারে বিশ্ব পরিযায়ী পাখি দিবসের প্রতিপাদ্য ছিল ‘গান গাও, উড়ো এবং উড়ে যাও পাখির মতো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাখি দিবস,বিশ্ব পরিযায়ী,কমলগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close